স্টাফ রিপোর্টর : জামালপুর পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সীমা রাণী সরকার এর জাতি সংঘ শান্তি রক্ষা মিশনে যোগদান জনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য যে, আগামী এক বছরের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সীমা রাণী সরকার মালীতে জাতি সংঘ শান্তি রক্ষা মিশনে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। মিশনে থাকাকালে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা তে সংযুক্ত থাকবেন।
সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার বিদায়ী অতিথি সীমা রাণী সরকার এর পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং সাফল্যের সাথে জাতি সংঘ শান্তি রক্ষা মিশন শেষ করে দেশে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। বদলী জনিত বিদায়ে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার । অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যরাও বিদায়ী অতিথির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ।