স্টাফ রিপোর্টার : গত ৬ এপ্রিল/২২ রাত সাড়ে ৮টায় ঢাকা মহানগরীর মহাখালী লালমাটি এলাকাস্থ জনৈক রুবিনা এর টিনসেড ভাড়া বাসা হতে বিবাদী মোঃ মজনু মিয়া (৩০) এর হেফাজতে থাকা অপহৃত ভিকটিম মাদ্রাসাছাত্রী ইভা আক্তার (১৩)’কে উদ্ধার করে পিবিআই, ময়মনসিংহ। ভিকটিম ইভা আক্তার (১৩), পিতা-মোঃ আনোয়ার হোসেন, সাং-মনিরাম বাড়ী, থানা- মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ একই থানাধীন মনিরাম বাড়ী দাখিল মহিলা মাদ্রাসায় ৫ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে। বিবাদী মজনু মিয়া (৩০), পিতা-আঃ কদ্দুস, সাং- মনিরাম বাড়ী, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ ভিকটিম ইভা আক্তারের আত্মীয়। উক্ত আত্মীয়তার সুযোগে বিবাদী মজনু মিয়া ভিকটিমের বাড়ীতে প্রায় সময় যাতায়াত করত। সেই সূত্রে ভিকটিম ইভা আক্তারের সাথে বিবাদী মজনু মিয়ার পরিচয়
হয়। বিবাদী মজনু মিয়া তার কামলালসা চরিতার্থ করার হীন অভিপ্রায়ে ভিকটিম ইভা আক্তারকে প্রায়ই কু-প্রস্তাব দিত। উক্ত প্রস্তাবে ভিকটিম ইভা আক্তার রাজী না হওয়ায় গত ১০/১২/২০২১ খ্রিঃ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকার সময় ভিকটিম ইভা আক্তার তার নিজ বাড়ী হতে বের হয়ে জনৈক হারুনের দোকানে মশার কয়েল ও সাবান ক্রয় করতে গেলে বিবাদী মজনু মিয়া তার সহযোগীদের নিয়ে ভিকটিম ইভা আক্তারকে জোরপূর্বক মুখে কাপড় বেঁধে অজ্ঞাতনামা সিএনজিযোগে জামালপুর এর দিকে নিয়ে যায়। উক্ত সংবাদ পেয়ে ভিকটিমের পিতা মোঃ আনোয়ার হোসেন বিবাদী মজনু মিয়ার বাড়ীতে গিয়ে তার পিতামাতাকে জানালে তারা কোনো সুবিচার না করে বরং ভিকটিমের পিতাকে মৃত্যুর ভয় দেখায় এবং মামলা মোকদ্দমা করে শায়েস্তা করার হুমকি প্রদান করে। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা মোঃ আনোয়ার হোসেন বাদী হয়ে বিবাদী মজনু মিয়া, তার পিতামাতা ও ০২ ভাইয়ের বিরুদ্ধে মুক্তাগাছা থানার পিটিশন মামলা নং-০৫/২০২২, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৭/৩০ বিজ্ঞ আদালতে দায়ের করেন। অ্যাডিশনাল আইজিপি পিবিআই হেডকোয়ার্টার্স, ধানমন্ডি, ঢাকা বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম এর সঠিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় পিবিআই ময়মনসিংহ ইউনিট ইনচার্জ পুলিশ সুপার, জনাব গৌতম কুমার বিশ^াস এর সার্বিক সহযোগিতায় মামলাটির তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ বিল্লাল মিয়া মামলাটি তদন্ত করেন।
পুলিশ সুপার, গৌতম কুমার বিশ্বাস এর দিক নির্দেশনায় ও তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ভিকটিমের অবহমকান সনাক্ত পূর্বক গত ০৬/০৪/২০২২ খ্রিঃ রাত অনুমান ০৮.৩০ ঘটিকার সময় ঢাকা মহানগরীর মহাখালী লালমাটি এলাকা হতে বিবাদী মোঃ মজনু মিয়া (৩০) এর হেফাজতে থাকা অপহৃত ভিকটিম মাদ্রাসাছাত্রী ইভা আক্তার (১৩)’কে উদ্ধার করেন। এ বিষয়ে ময়মনসিংহ জেলার পিবিআই এর এসপি গৌতম কুমার বিশ^াস বলেন, এটি একটি চাঞ্চল্যকর মাদ্রাসাছাত্রী অপহরণের ঘটনা। বিজ্ঞ আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার পিবিআই ময়মনসিংহ জেলাকে প্রদান করা হলে পিবিআই কর্তৃক অত্র মামলার ভিকটিম ইভা আক্তার (১৩)কে উদ্ধারের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়। এক পর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা মহানগরীর মহাখালী লালমাটি এলাকা হতে অপহৃত মাদ্রাসাছাত্রী ইভা আক্তারকে উদ্ধার করা হয়। জানা যায়, বিবাদী মজনু মিয়া ভিকটিম ইভা আক্তারের আপন ফুফা। সেই সুবাদে বিবাদী মজনু মিয়া প্রায় সময়ই ভিকটিমের বাড়ীতে আসা যাওয়া করত। সেই সুযোগে ভিকটিম ইভা আক্তার ও বিবাদী মজনু মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরই এক পর্যায়ে বিবাদী মজনু মিয়া গত ১০/১২/২০২১ খ্রিঃ নাবালিকা ভিকটিম ইভা আক্তারকে অপহরন করে মহাখালী, ঢাকায় নিয়ে একত্রে বসবাস করতে শুরু করে।