স্টাফ রিপোর্টার : নগরীর চরপাড়া এলাকায় অবৈধ দখল অপসারণ করতে মঙ্গলবার (০১ মার্চ) সকাল ১১ টায় অভিযান পরিচালনা করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ চরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন। এছাড়া তিনি রাস্তার উপর অবৈধ দখলকৃত দোকান, দোকানের মালামাল উচ্ছেদ করেন এবং এ অপরাধে ১ টি মামলায় ৩০০০ হাজার টাকা জরিমানা করেন। অভিযান পরিচালনাকালে স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, সম্পত্তি কর্মকর্তা সিদ্দিকুর রহমান, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।