নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলায় পনির উৎপাদন ও বিপণনের সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ী, উদ্যোক্তা এবং অন্যান্য অংশীজনদের নিয়ে মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৭ ফেব্রুয়ারি) এই মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করে অষ্টগ্রাম উপজেলা প্রশাসন।
অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও-ভারপ্রাপ্ত) মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার, অষ্টগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লতিফা হক রতœা, উপজেলার সরকারি দপ্তর প্রধানগণ, ব্যাংক প্রধানগণ, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানগণ, পনির ব্যাবসায়ী ও উদ্যোক্তাগণ।