শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১১ অপরাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
বিডি ২৪ ক্রাইম সাথে থাকুন। আপডেট খবর পড়ুন

অষ্টগ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

রির্পোটারের নাম / ৫৯ বার প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
আপডেট সময় :: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ৯:১৩ অপরাহ্ণ

নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে তিনি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে যান।
এছাড়াও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অষ্টগ্রাম উপজেলার নির্মাণাধীন বাহাদুরপুর (সবুরের ভাঙ্গা) ব্রিজ পরিদর্শন করেন।
এর আগে বিকেল ৫টার দিকে সড়কপথে অষ্টগ্রাম উপজেলায় পৌঁছে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে বের হন রাষ্ট্রপতি।
এরও আগে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মিঠামইন উপজেলায় নির্মাণাধীন রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশন ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন এবং নির্মাণাধীন মিঠামইন ক্যান্টনমেন্ট পরিদর্শন ছাড়াও ক্যান্টনমেন্টের কাজের অগ্রগতি সম্পর্কে ব্রিফিং প্রত্যক্ষ করেন।
এসময় উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাষ্ট্রপতির বোন আছিয়া আলম প্রমুখসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সন্ধ্যা ৭টার দিকে অষ্টগ্রামে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগদান করেন রাষ্ট্রপতি। মতবিনিময় সভা শেষে রাতে নিজ বাড়ি মিঠামইনের কামালপুরে ফিরে যাবেন তিনি এবং সেখানে নিজ বাসভবনে রাত্রিযাপন করার কথা রয়েছে।
২৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত পাঁচ দিনের সফরে কিশোরগঞ্জ এসেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি কিশোরগঞ্জ সদরসহ হাওরের মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলা সফর করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত লিখুন
Theme Created By ThemesDealer.Com