তাপসী পান্নুর রাগ সম্পর্কে বলিউডের সকলেই জানেন। তাঁর সামনে ‘ভাল’ হয়ে থাকলে তিনিও ‘ভাল’। কিন্তু বেশি বিরক্ত করলে খেপে যান তাপসী। দু’চার কথা শুনিয়ে দেন সবার সামনে। বহু বার তাঁর সেই রূপ দেখেছেন ভক্তরা। এই বিষয় সাংবাদিকরাও জানেন।
তাই তো দিওয়ালির একটি অনুষ্ঠানে যখন চিত্রগ্রাহকরা তার ছবি তুলতে যাবেন তখন কেউ একজন তাপসীকে বলে উঠলেন, আজ রেগে যাবেন না প্লিজ। এসময় হেসে তাপসী পান্নু বলেন, অসভ্যতা না করলে আমিও চেঁচাবো না। এটা সহজ ব্যাপার।
জানান, চিৎকার করে অপ্রিয় প্রশ্ন করা পছন্দ করেন না তিনি। ছবি তোলার জন্য ‘ঘ্যান ঘ্যান’ করা তো একেবারেই না। তার পরও অভিনেত্রীকে সামনে দেখলে অনেক সময় খেয়াল থাকে না সাধারণের। আর বলিউডে পাপারাৎজির ‘উৎপাত’ তো সর্বজনবিদিত। তবে সতীর্থ আয়ুষ্মানের বাড়িতে পা রেখে বেশ ফুরফুরেই ছিলেন তাপসী।
মূলত পাপারাৎজিদের নিয়ে বিরক্ত তাপসী পান্নু। প্রায় সময় পাপারাৎজিদের ওপর রেগে যান তিনি। সম্প্রতি থ্রিলার ছবি ‘দোবারা’য় দেখা গেছে তাপসীকে। সামনে শাহরুখ খানের সঙ্গে ‘ডাংকি’ ছবিতে তাকে দেখা যাবে। সুত্র: আনন্দবাজার।