শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:২৬ অপরাহ্ন

আইনশৃঙ্খলা রক্ষায় সংবাদকর্মীদের ভূমিকা অপরিসীম — ওসি আবুল খায়ের

নুরুল  আমিন ,ফুলপুর ময়মনসিংহ / ৪৮ Time View প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
Update : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ৭:২৯ পূর্বাহ্ণ

ময়মনসিংহের ফুলপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের সোহেল বলেছেন আইন-শৃঙ্খলা রক্ষা, ,মাদক নিয়ন্ত্রন, ইভটিজিং, বাল্যবিবাহ রোধ সহ সামাজিক অপরাধ নির্মূলে সংবাদকর্মীদের ভূমিকা অপরিসীম। সোমবার ফুলপুর থানার কনফারেন্স রুমে ফুলপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। তিনি আরো মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি সাংবাদিক সহ সচেতন মহলের সহযোগিতায় ফুলপুরকে ফুলের মত সাজিয়ে অপরাধ মুক্ত একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই । একটি সুন্দর সমৃদ্ধ ও আদর্শ ফুলপুর গড়তে সাংবাদিক পুলিশ একসাথে কাজ করতে তিনি আশাবাদ ব্যক্ত করেন ।

ওসি বলেন, আমার দরজা ও মোবাইল ফোন সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার জন্য সব সময় খোলা থাকবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে সার্বিক নিরাপত্তা বজায় রাখতে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দিয়ে সংবাদ কর্মীদের সহযোগিতা আশা করেন তিনি । ফুলপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দি নিউ নেশন পত্রিকার ফুলপুর প্রতিনিধি ও সাপ্তাহিক ফুলপুর পত্রিকার সম্পাদক মো. হুমায়ুন কবীর মুকুল সহ অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, দৈনিক সংবাদ পত্রিকার ফুলপুর প্রতিনিধি নুরুল আমিন, দৈনিক আমাদের সময় পত্রিকার ফুলপুর প্রতিনিধি খলিলুর রহমান, দৈনিক সবুজ পত্রিকার ফুলপুর প্রতিনিধি এটিএম রবিউল করিম রবি, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ফুলপুর প্রতিনিধি মো. আব্দুল মান্নান,দৈনিক কালের কণ্ঠের ফুলপুর প্রতিনিধি মোস্তফা খান, দৈনিক দিনকাল পত্রিকার ফুলপুর প্রতিনিধি আব্দুস সাত্তার,আমার দেশ পত্রিকার ফুলপুর প্রতিনিধি সিদ্দিকুল হাসান, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ফুলপুর প্রতিনিধি মফিজুল ইসলাম অলী

দি সাউথ এশিয়ান টাইমস পত্রিকার স্টাফ রিপোর্টার সেকান্দর আলী, সাপ্তাহিক ফুলপুর পত্রিকার স্টাফ রিপোর্টার ফায়াজুস সালেহীন অপূর্ব, আজকের খবর পত্রিকার ফুলপুর প্রতিনিধি সদস্য নাজমুল হক আকন্দ (পারভেজ), দৈনিক আজকের ময়মনসিংহ পত্রিকার ফুলপুর প্রতিনিধি বাকির হোসেন, দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম মাহফুজ, বাংলাদেশের খবর পত্রিকার ফুলপুর প্রতিনিধি সাখাওয়াত হোসেন, দৈনিক মুক্তখবর পত্রিকার ফুলপুর প্রতিনিধি সদস্য উমর ফারুক, দৈনিক আজকালের সংবাদ পত্রিকার ফুলপুর প্রতিনিধি সদস্য কামরুল ইসলাম খান, দৈনিক জনবানী পত্রিকার ফুলপুর প্রতিনিধি তাসনোভা নাসরিন নিশু প্রমুখ। এসময় ওসি (তদন্ত) বন্দে আলী ও থানার সেকেন্ড অফিসার এসআই সুমন মিয়া উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com