শেরপুর থেকে আলমগীরঃ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন সারা দেশে আ’লীগের নেতাকর্মীরা এক হয়ে কাজ করলে কেউ আ’লীগকে হারাতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বুদ্ধিমত্তায় দেশের অনেক উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। ডিজিটাল বাংলাদেশের উন্নয়নের সুবিধা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ভোগ করছে। তার ছেলে বিদেশে পলাতক তারেক জিয়ার সাথে এ্যাপসের মাধ্যমে কথা বলেন। দেশের মানুষ এখন আর বিএনপিকে বিশ্বাস করে না। আগামী সংসদ নির্বাচনে আ’লীগ বিপুল ভোটে জয় লাভ করবে ইনশাল্লাহ। তিনি ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শেরপুর সদর উপজেলার আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে স্থানীয় পৌর পার্কে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন, তিনি নেতাকর্মীদের কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক কাজ করার আহবান জানান এবং দলের ভিতর হাইব্রিড নেতাদের ব্যাপারে সজাগ থাকার আহবান জানান। ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন শেরপুর সদর আসনের টানা পাঁচ বারের এমপি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আ’লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাফেল, কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, ঝিনাইগাতী-শ্রীবরদী তিন আসনের এমপি ফজলুল হক চান, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান প্রমূখ, প্রধান বক্তা ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল (পিপি) সভাপতিত্ব করেন সদর উপজেলার আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি একেএম নূরল আমিন ছানা, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। সম্মেলনে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।