অনলাইন ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন এলাকায় একই লাইনে দুই ট্রেন প্রবেশের ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকাল থেকে তদন্ত শুরু করেছে এ ঘটনায় গঠিত তিন সদস্যের কমিটি।কমিটির প্রধান সহকারী পরিবহন কর্মকর্তা মো. আমিনুল হক, সদস্য সহকারী প্রকৌশলী কাজীব ইমাম, সহকারী যান্ত্রিক প্রকৌশলী ইজহারুল ইসলাম
(এএমই) সকালে আখাউড়ায় এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ছাড়া সংকেত চালনাসহ বিভিন্ন বিষয়ে খোঁজ নেন। এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গেও কথা বলেন তারা। আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে কমিটি।