এস,আর শরিফুল ইসলাম রতন,লালমনিরহাট
বিশ্ব গুমদিবস উপলক্ষে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে, জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু নেতা কর্মীদের আঘাত আসলে লাঠি নিয়ে প্রতিরোধ করার জন্য প্রস্তুত থাকতে বলেন।
মঙ্গলবার (৩০আগষ্ট) বিকেল ০৩টায় বিশ্ব গুম দিবস উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচীর অংশ হিসেবে লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।মানব বন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডঃরফিকুল ইসলাম রফিক,সদর উপজেলা বিএনপির সভাপতি মমিনুল ইসলাম,পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, মহিলা দলের সভাপতি জিন্নাতারা রোজী,সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা মানব বন্ধনে উপস্থিত ছিলেন।
মানব বন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন,বর্তমান সরকার গুম খুন করে বিরোধী দলকে দমিয়ে রাখতে চায়,বিএনপি নেতা কর্মীদের এই সরকার দমিয়ে রাখতে পারবে না,কারন এই সরকারের পায়ের নীচের মাটি সরে গেছে, তাই যত চেষ্টাই করুক এই অবৈধ সরকার কে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না।বিএনপি নেতা কর্মীদের উপর দেশের বিভিন্ন স্থানে হামলা করা হচ্ছে,নেতা কর্মীদের লাঠি নিয়ে প্রস্তুত থাকতে বলেন,আঘাত আসলে তারা যেন প্রতিরোধ করতে পারে সেই নির্দেশনা দেন আসাদুল হাবিব দুলু।মানব বন্ধনে জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতারা বক্তব্য রাখেন।