সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:০৪ পূর্বাহ্ন
নোটিশঃ
বিডি ২৪ ক্রাইম সাথে থাকুন। আপডেট খবর পড়ুন

আদিতমারী থানা পুলিশের অভিযানে ০২ জন চোর এবং চোরাই কাজে ব্যবহৃত পিকআপ সহ ০২টি চোরাই গরু উদ্ধার

রির্পোটারের নাম / ৩১ বার প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
আপডেট সময় :: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ৯:৪৫ পূর্বাহ্ণ

এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট

আদিতমারী থানা এলাকায় আজ অফিসার ইনচার্জ মোজাম্মেল হকের নেতৃত্বে আদিতমারী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আদিতমারী থানাধীন ০৩ নং কমলাবাড়ী ইউপিস্থ চন্ডিমারী বাজার সংলগ্ন হতে ০২ জন চোর এবং চোরাইকাজে ব্যবহৃত পিকআপ সহ চোরাই ০২ টি গরু উদ্ধার করে, এ সময়ে অপর ০২ জন আসামীসহ অজ্ঞাতনামা ৩/৪ আসামী কৌশলে পালিয়ে যায়। ধৃত আমীদ্বয় হলেনঃ-১। মোঃ আমিনুর ইসলাম (৬৫), পিতা-মৃত আবুল খা, ২। মোঃ নাজমুল হক (ড্রাইভার) (২২), পিতা-মৃত সাইদুল হক, পলাতক আসামী ৩। মোঃ নুর ইসলাম (৩২), পিতা- মফিজ উদ্দিন, সকলের সাং- তালুক হরিদাস, থানা- আদিতমারী ও ৪। মোঃ হারুন অর রশিদ @ আবু (২৮), পিতা-মৃত আকবর আলী, সাং-উত্তর জাওরানী, থানা- হাতিবান্ধা, সকলের জেলা- লালমনিরহাট। এ সংক্রান্তে গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা দায়ের হয় যাহার মামলা নং-১০, তারিখ ০৭/১১/২০২৩ গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন থানা পুলিশ।

উদ্ধার/গ্রেফতারকারী অফিসার-এসআই/মোঃ মতিউর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স আদিতমারী থানা, লালমনিরহাট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত লিখুন
Theme Created By ThemesDealer.Com