স্টাফ রিপোর্টার : মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ময়মনসিংহে কেন্দ্রিয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবদেন করা হয়। এর আগে নগরীর দুর্গাবাড়ী রোডে জমায়েত হয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও কালোব্যাজ ধারন করে। পরে জেলা আওয়ামীলীগের উদ্যোগে সভাপতি এডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জননেতা এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের পরিচালনায় প্রভাতফেরির মাধ্যমে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন ও শপথ বাক্য পাঠ কর হয়। এ সময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট কবির উদ্দিন ভুইয়া, এডভোকেট ফরিদ আহমেদ, অধ্যাপক ইউসুফ খান পাঠান, মমতাজ উদ্দিন মন্তা, এডভোকেট সাদেক খান মিল্কী টজু, যুগ্ন সাধারন সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, শরীফ হাসান অনু, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফখরুল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জালাল উদ্দিন খান, শ্রম বিষয়ক সম্পাদক এডভোকেট আবু বকর সিদ্দিক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আলহাজ¦ রেজাউল হাসান বাবু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল ভিপি রাসেল, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর বাশার ভাষানী, ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আতিকুর রহমান, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপিকা তাসলিমা বেগম, এডভোকেট জিয়াউল হক সবুজ, তারিকুল হাসান তারেক, শামসুল আলম তালুকদার, শাহ শওকত ওসমান লিটন, গোলাম মোস্তফা বাবুল ভিপি বাবুল, রাকিবুল ইসলাম শাহীন, নুরুজ্জামান খোকনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।