গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা প্রয়াত আলহাজ্ব বদর উদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোআ মাহফিল ও গনভোজের আয়োজন করা হয়েছে। প্রয়াত আলহাজ্ব বদর উদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য প্রয়াত এমএ হান্নানের পিতা।
২৬ নভেম্বর শনিবার বেলা ১১ টায় মরহুমের ছেলে এমএ মামুন ও তার পরিবারবর্গের উদ্যোগে শ্যামগঞ্জ সাতপাই মরহুমের নিজ বাড়িতে এই দোআ ও গণভোজের আয়োজন করা হয়েছে। এতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত থাকবেন।