উত্তর সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে ইসরায়েলি হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছে। হামলায় বিমানবন্দরের রানওয়ে ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়েছে। যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থার বরাতে আল আরাবিয়া এই খবর দিয়েছে।
এক সপ্তাহে এ নিয়ে সিরিয়ার এই বিমানবন্দরটিতে দ্বিতীয়বার হামলা চালাল ইহুদি রাষ্ট্র ইসরায়েল। আলেপ্পো বিমানবন্দর সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। মঙ্গলবার রাতে ইসরায়েল সিরিয়ার লাটাকিয়া বন্দরের দিক থেকে ভূমধ্যসাগর দিয়ে হামলা করে।
যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা দ্যা সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরায়েল বিমানবন্দরের পণ্যাগার টার্গেট করে। বিমানবন্দরের পণ্যাগার ইরানপন্থি মিলিশিয়ারা ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে।
সংস্থাটি জানিয়েছে, ইসরায়েল মোট ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে ৩ জন নিহত ছাড়াও ৫ জন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
এসব আক্রমণ নিয়ে ইসরায়েল খুব সামান্যই মন্তব্য করে। তবে মাঝেমধ্যে তারা স্বীকার যে, ইরানসমর্থিত মিলিশিয়ারা যাতে সিরিয়ায় শক্ত ঘাঁটি না গাড়তে পারে সেজন্য তারা হামলা করে।