শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:১৪ পূর্বাহ্ন
নোটিশঃ
বিডি ২৪ ক্রাইম সাথে থাকুন। আপডেট খবর পড়ুন

আশুগঞ্জে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ৪

অনলাইন  ডেস্ক: / ১১ বার প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
আপডেট সময় :: সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ১২:০২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় আগুগঞ্জে কাভার্ডভ্যান চাপায় সিএনজি আটোরিকশার শিশুসহ ৪ যাত্রী নিহত হয়েছে। আহত হয়ে আরও দুইজন।সোমবার (২১ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সোহাগপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার সরাইল উপজেলার বড়ইবাড়ি গ্রামের ফরিদা মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (২৭), একই গ্রামের নাজমুল মিয়ার ছেলে মো. জিলানী (৮)। বাকি দু’জনের পরিচয় এখানও জানা যায়নি।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, দুপুরে ঢাকামুখী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ম-২৭-৮২৩৭) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি চালিত অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন পুরুষসহ এক শিশু মারা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে নিহত ও আহতদের উদ্ধার করে। এরমধ্যে জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথে আহত একজন মারা যায়। নিহতদের মধ্যে দুই জনের পরিচয় মিলেছে অপর দু’জনের পরিচয় সনাক্তে চেষ্টা চলছে। ইতোমেধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একজন শিশু রয়েছে। ময়না তদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত লিখুন
Theme Created By ThemesDealer.Com