মিজানুর রহমানঃ লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুকে গ্রেফতারের দাবীতে মোগলহাট ইউনিয়ন আওয়ামিলীগের আয়োজনে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত।শুক্রবার(২২সেপ্টম্বর)সন্ধ্যায় লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট বাজারে ইউনিয়ন আওয়ামিলীগ আয়োজিত বিক্ষোভ কর্মসূচী পালিত হয়,বিক্ষোভ শেষে মোগলহাট ফুটবল খেলার মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃমতিয়ার রহমান,লালমনিরহাট সদর উপজেলা আওয়ামিলীগের আহ্বায়ক অ্যাডঃনজরুল ইসলাম রাজু,সদস্য সচিব গোলাম মোস্তফা স্বপন, জেলা আওয়ামিলীগের অর্থ বিষয়ক সম্পাদক ও মোগলহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব,সহ দপ্তর সম্পাদক মেহেদী হাসান, জেলা জাতীয় শ্রমিকলীগের সদস্য সচিব জহিরুল ইসলাম টিটু,সমাবেশে সভাপতিত্ব করেন মোগলহাট ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডঃমতিয়ার রহমান বলেন,বঙ্গবন্ধু কে কুটক্তি করে মামলার আসামি হয়েছেন,জেলে যাবার ভয়ে বিভিন্ন ইউনিয়নে সমাবেশ করে এখন আমাকে গালি গালাজ করছেন, মাইক টানিয়ে গালি গালাজ করার সুযোগ আর পাবেন না,যেখানেই হরতাল অবরোধের কথা বিএনপি বলবে আমরা প্রতিরোধ করবো।
তিনি বলেন বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন এই আসাদুল হাবিব দুলু লুটপাট করেছেন,এ কারনে দুলু অর্থ দু তে দুর্নিতীবাজ আর ল তে লুটপাট কারী।আজকে আওয়ামিলীগ ক্ষমতায় আছে বিধায় মানুষ বয়স্ক ভাতা, বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা,কমিউনিটি ক্লিনিকে ত্রিশটি রোগের ঔষধ পাচ্ছে।আওয়ামিলীগ না থাকলে এই সুবিধা বন্ধ হবে জনগন বঞ্চিত হবে।তাই আগামীতে দলকে ক্ষমতায় আনতে হবে এবং জনগনের কাছে যেতে হবে, সরকারের উন্নয়নের কথা বলতে হবে।সমাবেশ শুরুর আগে মোগলহাট আওয়ামিলীগ, ছাত্রলীগ,শ্রমিকলীগ,যুবলীগ,কৃষকলীগ সহ সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ বিক্ষোভ কর্ম সুচী পালন করে।