মোঃ সুমন , রাঙ্গামাটি:
রাঙ্গামাটির, রাজস্থলী উপজেলার, বাংগালহালিয়া ইউনিয়নের দলিয়া মার্মা পাড়ায় এ্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরাম সভা ৭ই সেপ্টেম্বর বুধবার বিকালে অনুষ্ঠিত হয়।
আয়োজনে ছিলেন সিপিপি পিএইপি-২ প্রকল্প, কারিতাস রাজস্থলী উপজেলা। সাধন কৃষ্ণ চাকমা মাঠ কর্মকর্তা এর সঞ্চালনায়, সভায় সভাপতিত্ব করেন সিংসাউ মার্মা।
উপস্থিত ছিলেন উপজেলা মাঠ সহায়ক রবিউল ইসলাম, সুকান্ত কুমার তংচংগ্যাও সাংবাদিক মোঃ আইয়ুব চৌধুরী, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ নংওয়ার্ড এর সংরক্ষিত মহিলা মেম্বার বাপ্পি দেব,এবং ফোরামের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন ।
সভায় বক্তারা আলোচনা করেন, কারিতাস কর্তৃক কি কি সুবিদা পাওয়া যাবে এবং এলাকাবাসির বিভিন্ন সমস্যা ও সরকারি বিভিন্ন দপ্তরের সুযোগ সুবিধা এবং কি ভাবে বিভিন্ন দপ্তরের সাথে সংযোগ স্থাপন করে সুযোগ সুবিধা পাওয়া যায় এ বিষয়ে আলোচনা করা করেন।