রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০২:৫৬ অপরাহ্ন
নোটিশঃ
বিডি ২৪ ক্রাইম সাথে থাকুন। আপডেট খবর পড়ুন

ইটনার হাওরে কমছে ঢলের পানি, আশার আলো দেখছেন কৃষকরা

রির্পোটারের নাম / ৬১ বার প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২, ৮:৫২ অপরাহ্ণ

নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনার হাওরে উজান থেকে আসা ঢলের পানি কমতে শুরু করেছে। বৃহস্পতিবার (০৭ এপ্রিল) বিকেল ৪ টা পর্যন্ত মোট ৫ সেন্টিমিটার পানি কমেছে।
এর আগে গত বুধবার (০৬ এপ্রিল) সন্ধ্যার পর থেকে ঢলের পানি কমতে শুরু করে। ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গতকাল বৃহস্পতিবার (০৭ এপ্রিল) বিকেল ৪ টা পর্যন্ত মোট ৫ সেন্টিমিটার পানি কমেছে। বর্তমানে পানি যে লেভেলে আছে তার চেয়ে মূল হাওরগুলো আরও এক মিটার ওপরে আছে। বৃষ্টিপাত না হলে পানি বাড়ার সম্ভাবনা নেই।
এদিকে উজান থেকে আসা ঢলের পানি বৃদ্ধির মধ্যেই ইটনার হাওরের জিওলের বাঁধসহ কয়েকটি বাঁধের সংস্কার কাজ করেছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়াও জিওলের বাঁধের পাশেই নির্মাণ করা হয়েছে আরেকটি বিকল্প বাঁধ। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জনপ্রতিনিধি ও কৃষকদের সঙ্গে নিয়ে দিনরাত বাঁধগুলো তদারকি ও পাহারাসহ সার্বক্ষনিক পর্যবেক্ষণ করেছেন।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ছাইফুল আলমসহ অন্যান্য উপজেলা কর্মকর্তারা এসব বাঁধের সংস্কার কাজ পরিদর্শন করেছেন।
স্থানীয় কৃষকরা জানান, হাওরের পানি কমতে শুরু করায় ফসল নিয়ে এখন তারা আশার আলো দেখছেন। পাঁকা ক্ষেতের ধান কেটে নিয়ে বাড়ি যেতে পারবেন বলে প্রত্যাশা করছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত লিখুন
Theme Created By ThemesDealer.Com