নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় ৫০০ জন অসহায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (০৯ জানুয়ারি) দুপুরে ইটনা উপজেলার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে সামনে এসব শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক।
এসব শীতবস্ত্র বিতরণে সহায়তা করে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কিশোরগঞ্জ শাখার প্রধান মো. মেহবুব হোসেন খান, ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিলুর রহমানসহ প্রমুখসহ অন্যান্যরা।