স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার শিশুধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ হাদিস মিয়া (৩৫)কে ঢাকা সিটি কর্পোরেশনের যাত্রাবাড়ী থানাধীন কাজলারপাড় এলাকা হতে গ্রেফতার করেছে, র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ। মঙ্গলবার ০১ মার্চ রাত আড়াই টায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গত ১৬ ফেব্রুয়ারি ‘ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বগাপুতা গ্রামের শিশু রাবেয়া ভুষরি স্মৃতি (১০), পিতা- মোঃ হারু-অর-রশিদ, মাতা- মোছাঃ নাছিমা খাতুন, ধর্ষণের শিকার হয়েছে’ এই মর্মে সংবাদ পাওয়ার পরপরই র্যাব-১৪ এর একটি চৌকস দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছায়া তদন্ত শুরু করে। এব্যাপারে ভিকটিমের মা মোছাঃ নাছিমা খাতুন বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। যাহার মামলা নং-১৬, তারিখ-১৫/০২/২০২২ খ্রি. ধারা-নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৯(১)। পরবর্তীতে র্যাবের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে পলাতক আসামীর সুনির্দিষ্ট অবস্থান নির্নয়ের মাধ্যমে তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য গত ১৫ ফেব্র“য়ারি স্মৃতি সকাল ১১টায় প্রাইভেট পড়িয়া আসিয়া কলাগাছের শুকনো পাতা কেটে নিয়ে রান্নাঘরের ভিতর রান্নার প্রস্ততি নেওয়ার সময় আসামী হাদিস মিয়া রান্না ঘরের ভিতরে প্রবেশ করিয়া ভিকটিমকে জোর পূর্বক ধর্ষণ করে। প্রকাশ থাকে যে, ভিকটিমের পিতা-মাতা জিবিকার সন্ধানে বাড়ীর বাহিরে থাকার সুযোগে আসামী ভিকটিমকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধৃত আসামীকে ঈশ^রগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান।