ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক পথের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শনিবার ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কে পৌরশহরের চরহোসেনপুর মৎস ও বীজ উৎপাদন খামারের সম্মুকে অর্ধশতাধীক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে।
জানাযায়, সড়ক ও জনপথ বিভাগের রাস্তার পার্শ্বে নির্মিত স্থাপনা গুলো সড়ক বিভাগ সরিয়ে নেয়ার জন্য বার বার তাগিদ দিলেও তা সরিয়ে নেয়নি। এতে সড়ক পথে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ দূর্ভোগ নিরসনে সড়ক বিভাগের উদ্যোগে ময়মনসিংহের জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ টিএম আরিফের পরিচালনায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন সড়ক ও জনপথ বিভাগের নান্দাইলের উপ- বিভাগীয় প্রকৌশলী মাইদুল ইসলাম,ঈশ্বরগঞ্জ সড়ক ও জনপথের উপসহকারী প্রকৌশলী শেখ মোজ্জামেল হক।