ঈশ্বরগঞ্জ( ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৭ম ধাপের ইউপি নিবার্চনে বিজয়ী ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে শপথ বাক্য পাঠ করান উপজেলা নিবার্হী অফিসার হাফিজা জেসমিন।
এসময় বক্তব্য রাখেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, ওসি আব্দুল কাদের মিয়া, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী প্রেসক্লাবের সদস্য সচিব মো. সেলিম প্রমুখ।
উপজেলার ১১টি ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ৩৩জন ও ৯৯জন সাধারন ইউপি সদস্য শপথ গ্রহণ করেন। এর আগে সকাল ১০টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ এনামুল হক ঈশ্বরগঞ্জের ১১ ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। ##