ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী জাগরণ উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বড়হিত ইউনিয়নের সূর্যারবাজারে ওই সংস্থা ৩শত লোকের মাঝে কম্বল বিতরণ করে।
প্রতিবন্ধী জাগরণ উন্নয়ন সংস্থার সভাপতি আরসাদ মিয়ার সভাপতিত্বে বড়হিত ইউনিয়ন যুবলীগ সভাপতি কামরুজ্জামান দুখুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুল ইসলাম আকন্দ, প্রেসক্লাব সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভুঁইয়া সুমন, উপস্থিত ছিলেন, ইউপি সদস্য নুরুল আমীন, প্রতিবন্ধী জাগরণ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শামীম, ছাত্রলীগ নেতা নাঈমুর রহমান হিমেল।