মহিউদ্দিন রানা, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্মার্ট ভূমি সেবায় সন্তুষ্টি প্রকাশ করেছেন সেবাগ্রহীতরা। ভূমি সপ্তাহ-২০২৪ উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা ভূমি অফিস কার্যালয়ে আসা সেবাগ্রহীতরা সন্তুষ্টি প্রকাশ করেন। এর আগে গত ০৮ জুন শনিবার ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, বিভিন্ন ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তাসহ (নায়েব) সেবাগ্রহীতরা। (১২ জুন) বুধবার ঈশ্বরগঞ্জ উপজেলা ভূমি অফিসসহ বিভিন্ন ইউনিয়ন অফিসগুলো সরেজমিনে দেখা যায়, সেবাগ্রহীতাদের কেউ এসেছেন জমির খাজনা দিতে, কেউ এসেছেন ক্রয়কৃত জমি নামজারি খারিজ করাতে আবার অনেকে ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজ নিয়ে ভূমি এসেছেন। এসময় এসব সেবাগ্রহীতাদের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকর। তাঁদের মধ্যে কথা হয় উপজেলার মাইজবাগ ইউনিয়নের ছোট উত্তমপুর গ্রামের মো. হারুন অর রশিদ সঙ্গে। নামজারী খারিজের সেবা নিতে উপজেলা ভূমি অফিসে এসেছেন তিনি। আলাপকালে হারুন বলেন, ‘ ভূমি সেবার মান আগের চেয়ে অনেক সহজ হয়েছে। কোন ধরনের হয়রানি ছাড়াই নির্বিঘ্নে সেবা নিতে পারছি। দেশের সুনাগরিক হিসেবে প্রাপ্য সেবা পাচ্ছি এতেই আমি খুশি’। একই দিনে কথা হয় উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের ইটাউলিয়া গ্রামের এক নারী রুমেলা খাতুনের সঙ্গে। তিনিও নামজারি খারিজ করতে উপজেলা ভূমি অফিসে এসেছেন। আলাপকালে তিনি বলেন, ‘ আবেদনের ফি ছাড়া অতিরিক্ত কোন টাকা-পয়সাই দিতে হয়নি। সেবার মান এমন থাকলে আমাদের মতো মানুষের চরম উপকার হবে’। শুধু এই দু’জনই নয়, এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় ভূমি সেবা নিতে আসা অনেকের। তাঁদের সবাই ভূমি সেবায় সন্তুষ্ট প্রকাশ করেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন বলেন, ‘ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলার ১১ টি ইউনিয়ন ভূমি অফিসসহ উপজেলা ভূমি অফিস কার্যালয়ে সেবা বুথ চালু করা হয়েছে। ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত প্রতিটা বুথে এ সেবা চালু থাকবে। এছাড়াও প্রতিটি বুথে উপকারভোগীরা তাঁদের ভূমি সংক্রান্ত যেকোন সমস্যার সমাধান করতে পারবেন।’ তিনি আরও বলেন, ‘ভূমি সেবা প্রতিটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হচ্ছে আমাদের মূল ব্রত’।