স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশন, প্রশাসন এবং আইনশৃংখলা রাকারী বাহিনীর কঠোর নজরদারীর মধ্যদিয়ে সোমবার (০৭ ফেব্র“য়ারি) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এই উপজেলায় চেয়ারম্যান পদে ৮১ জন, সংরতি নারী সদস্য পদে ১৪৬ ও সাধারণ সদস্য পদে ৪২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিন ময়মনসিংহ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক সকাল সাড়ে ১১টায় ঈশ্বরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে চলমান ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন।
এসময় তিনি উপস্থিত ভোটারগণের সাথে তাদের নির্বাচন অভিজ্ঞতা নিয়ে সরাসরি মতবিনিময় করেন। একই সাথে ভোটারগণ যেন অবাধ, সুষ্ঠু ও নিরপে পরিবেশে ভোট প্রদান করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করার জন্য দায়িত্বরত কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম-সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক, ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা হাফিজা জেসমিন।