রঞ্জন মজুমদার শিবু : ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) এর আয়োজনে ও ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনের তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ময়মনসিংহে সপ্তাহব্যাপী বিভাগীয় এসএমই পণ্য মেলা শুরু হয়েছে। মেলায় ৪টি জেলার ৪৮টি উদ্যোক্তা সহ ৫০টি স্টল অংশ গ্রহণ করছে। মেলা প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৯ট পর্যন্ত খোলা থাকবে। বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখ ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এই মেলার আয়োজন করা হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) সকালে নগরীর টাউন হল চত্বরে বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। এসময় তিনি বলেন, জাতীয় অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ভূমিকা সর্বজনস্বীকৃত। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসএমই প্রতষ্ঠান অনেক উন্নত ও মানসম্পন্ন পণ্য উৎপাদন করছে। গত দুই বছরে করোনা মহামারীতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ সিএমএসএমই উদ্যোক্তাদের সহায়তা প্রদানের লক্ষে এসএমই ফাউন্ডেশন এসব ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা কর্তৃক উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় ও ক্রেতা-বিক্রেতার সংযোগ স্থাপনের লক্ষে কাজ করছে। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার আরো বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার। সেই স্বপ্ন পূরনে নিরলশ ভাবে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, উন্নত সমৃদ্ধ সোনার বাংলা বাস্তবায়নে নতুন উদ্যোক্তা তৈরী করতে হবে। মাথাপিছু আয় বাড়াতে হবে। সরকারি চাকুরিতে কর্মসংস্থান কম তাই নিজেকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্ঠি করতে হবে। এসএমই শিল্পকে গ্রামীণ পর্যায়ে পৌছে দিতে হবে।
অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা আমাদের অর্থনিতিতে ভূমিকা রাখছে। এরই প্রেক্ষিতে এসএমই উদ্যোক্তাদের ডাটাবেজ তৈরীর কাজ চলছে। প্রশিক্ষণ পুল তৈরী করা হয়েছে। প্রশিক্ষিত উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ মফিজুর রহমান, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম সেবা, মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম প্রমুখ। জেলা প্রশাসনের সহকারী কমিশনার জান্নাতুল মাওয়া এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পুলক কান্তি চক্রবর্তী সহ প্রশাসনের কর্মকর্তা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তা বৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ১৭ এপ্রিল বিকাল ৪টায় মেলার সমাপনী অনুষ্ঠান ও মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্য থেকে শ্রেষ্ঠ স্টল নির্বাচন করে পুরস্কার বিতরণ করা হবে।