অনলাইন ডেস্ক:
বর্তমানে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তার সুস্থতার জন্য প্রার্থনা করছে গোটা পশ্চিমবঙ্গ। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুক, এটাই সবার প্রত্যাশা। এর মধ্যেই শোনা গেল দুটি ভালো খবর। অভিনেত্রী ঐন্দ্রিলার চিকিৎসার সব দায়িত্ব নিচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং।
ভারতীয় গণমাধ্যম হতে জানা যায়, চিকিৎসার দায়িত্ব নিয়ে ঐন্দ্রিলার পাশে দাঁড়িয়েছেন অরিজিৎ। ঐন্দ্রিলার চিকিৎসা ক্ষেত্রে যা খরচ হবে তা-ও দেবেন তিনি। গত ১৭ দিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এ অভিনেত্রী। গত ১ নভেম্বর (বৃহস্পতিবার) হঠাৎ করেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাওড়ার আন্দুলের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালে তার সঙ্গে রয়েছেন বন্ধু সব্যসাচী চৌধুরী। এমনকি ঐন্দ্রিলার সুস্থতা কামনায় মিরাকলের জন্য পোস্টও করেন তিনি।
১৮ নভেম্বর (শুক্রবার) সকালে জানা গিয়েছিল, ঐন্দ্রিলার গ্লাসগো কোমা স্কেলের মাত্রা ১৫’র মধ্যে রয়েছে মাত্র ৩, যা সংকটজনক। তবে সম্প্রতি পাওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ঐন্দ্রিলার শারীরিক পরিস্থিতি এখনও খারাপ হলেও গেল দুদিনের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। তাই তার সুস্থতায় আশার আলো দেখছেন চিকিৎসকরা।
জানা গেছে,বর্তমানে যে হাসপাতালে তিনি রয়েছেন সেখানেই তিনি নিয়মিত চিকিৎসা করাতেন। তাই হাসপাতালের সকল খরচ ম্যানেজমেন্টই দেখছেন বলে জানিয়েছেন ওখানকার এক চিকিৎসক। সেই সঙ্গে তিনি এটাও জানান, শুধু ঐন্দ্রিলার ক্ষেত্রেই নয়, হাসপাতালের অন্যান্য রোগীদের জন্যও এটা প্রযোজ্য। তবে হাসপাতালে ঐন্দ্রিলার বিলের ব্যাপারে তিনি কিছু না বললেও প্রায় ১০ লাখ টাকা ইতোমধ্যে হয়ে গেছে বলে জানা গেছে।