স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসের নতুন ধরণ ওমিক্রন হু-হু করে বেড়েই চলছে। ময়মনসিংহ নগরীসহ এই জেলাও ভয়ংকর এই প্রকোপ থেকে পিছিয়ে নেই। এর পরও সাধারণ মানুষের মাঝে করোনা প্রতিরোধে নেই সচেতনতা। আইন শৃংখলা বাহিনী নগরময় সচেতনা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যবিধি মানাতে ব্যাপক তৎপরতা এবং প্রতিদিন মাস্ক বিতরণ কার্যক্রম চালিয়ে আসছে।
ময়মনসিংহ পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে জেলা ও কোতোয়ালী মডেল থানা পুলিশ গত কয়েকদিন ধরে মাস্ক বিতরণ ও সচেতনামুলক কার্যক্রম পরিচালনা করছে। রবিবার দুপুরে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মোড়ে মাস্ক পরার অভ্যেস করোনা মুক্ত বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে জেলা পুলিশ মাস্ক ক্যাম্পেইন করে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও দায়িত্বরত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইন উদ্বোধন করেন।
এ সময় খন্দকার ফজলে রাব্বি বলেন, ৩য় দফায় আবারো করোনার নতুন ধরণ ওমিক্রন বৃদ্ধি পাওয়ায় মানুষের মাঝে মাস্ক পরার অভ্যেস গড়ে তুলে সচেতনতা সৃষ্টি করতে জেলা পুলিশ এই আয়োজন করে। এ লক্ষে নগরীতে কোতোয়ালি মডেল থানা পুলিশের পৃথক ৫ টি মোবাইল টিমের মাধ্যমে সচেতনতামুলক প্রচারণা ও মাস্ক বিতরণ চলছে। পথচারী ও জনসাধারণকে সার্বণিক মাস্ক পরিধান করে নিত্যদিনের কাজ করার আহবান জানিয়ে তিনি আরো বলেন, মাস্ক পড়–ন, নিজে সুস্থ্য থাকুন এবং অন্যকে সুস্থ্য থাকতে সহায়তা করুন।
মাস্ক পড়–ন নিজে সুস্থ্য থাকুন পরিবারকে সুস্থ্য রাখুন।