মোঃহা-মীম
রাজধানীর শনির আখড়া , পলাশপুর কমিউনিটি সেন্টারে বুধবার সকাল ১১ টায় বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি কদমতলী থানার উদ্যোগে মতবিনিময় ওি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ সফি উদ্দিন সফি, অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেনি মোঃরাকিবুল হাসান রাজন,মোঃ তানভীর আহমেদ ও মোঃ নূরুল ইসলাম রাসেল ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মুহিদ ইসলাম সহকারী পরিচালক,ঔষধ অধিদপ্তর ঢাকা বিভাগ।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন এবিএম মাহমুদুল সালাম ঔষধ পরিদর্শক, ঔষধ অধিদপ্তর ঢাকা বিভাগ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ঔষধ ব্যবসা একটি সেবামূলক পাশাপাশি নিজেদেরও অর্থ উপার্জনের প্রতিষ্ঠান। এই ব্যবসায় যারা জড়িত তাদের প্রত্যেকের ঔষধ ব্যবসার লাইসেন্স থাকা অতি জরুরী।
যাদের লাইসেন্স নেই তারা দ্রুত লাইসেন্স করবেন এ ব্যাপারে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে। তা না হলে সরকার এই ব্যবসা থেকে রাজস্ব হারাবে।
এই মতবিনিময় ও আলোচিনা সভায় আরো উপস্থিত ছিলেন মোঃ ইকবাল লস্কর পরিচালক, বিসিডিএস কেন্দ্রীয় কমিটি, মোহাম্মদ ওয়াসিম খাঁন 3ফার্মাসিস্ট কদমতলী থানা,মোঃ আনোয়ার হোসেন ফার্মাসিস্ট,মোঃ কে ইউ জুলফিকার,3 মোহাম্মদ সািইফুল ইসলাম সোহেল (ফার্মাসিস্ট ও ইনচার্জ, দেশবাংলা হাসপাতাল) কদমতলী থানা সহ কদমতলী ঔষধ ব্যবসার কেমিস্টগণ।