মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:০৮ অপরাহ্ন
নোটিশঃ
বিডি ২৪ ক্রাইম সাথে থাকুন। আপডেট খবর পড়ুন

করিমগঞ্জে ছুরিকাঘাতে সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল খুন

রির্পোটারের নাম / ১৭৩ বার প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ৫ মে, ২০২২, ৭:১৮ অপরাহ্ণ

নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নাজমুল খান (৩২) নামে এক সাবেক ছাত্রলীগ নেতা খুন হয়েছেন।
গত বুধবার (০৪ মে) উপজেলার কান্দাইল-কামারাটিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত নাজমুল খান (৩২) ওই গ্রামের মজনু খানের ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (০৪ মে) সকাল ১১ টার দিকে উপজেলার কান্দাইল-কামারাটিয়া গ্রামের একটি সামাজিক দরবার (সালিশী) শেষ করে বাড়ি ফিরছিলেন নাজমুল খান (৩২)। এসময় বাড়িতে আসার রাস্তায় কয়েকজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামছুল আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত লিখুন
Theme Created By ThemesDealer.Com