নিজস্ব প্রতিনিধিঃ
আগামী ১৭ই অক্টোবর দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা পরিষদ নির্বাচন। কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী আসন-২ এ প্রতিদ্বন্দ্বিতা করছেন সালেহা আক্তার আঁখি। সরেজমিন অনুসন্ধানে বেরিয়ে এসেছে সালেহার ব্যাপক জনপ্রিয়তার খবর।
সালেহা আক্তার আঁখির এই জনপ্রিয়তার কারণ অনুসন্ধানে জানা গেছে,করোনায় বিশ্বের সাথে বাংলাদেশের অবস্থাও যখন টালমাটাল তখন কক্সবাজার এলাকায় অসহায় মানুষের ঘরে ঘরে খাবার পৌছে দেবার একটা ছবি ভাইরাল হয়েছিল তার। যাতে দেখা যায় মধ্যবিত্ত কিংবা নিম্মবিত্তদের মাঝে যারা হাত পাততে সংকোচবোধ করতেন তাদেরকে না জানিয়ে নিজ সন্তানকে সাথে নিয়ে চালডাল সহ নানান বাজারের পোটলাটি ঘরের দুয়ারে বেধে রেখে আসার অসাধারণ মানবিক অভ্যাসটি ছিল সালেহার। যে ছবিটিকে করোনায় শ্রেষ্ঠ সাহায্যকারী ছবির প্রতীক হিসাবে রাষ্টীয় স্বীকৃতি দেয়ার দাবীতে পরবর্তীতে নেট দুনিয়ায়ও হয়েছিল তোলপাড়।
সালেহার নির্বাচনী এলাকায় সাধারণ মানুুষ ও ভোটারদের সাথে কথা বলে আরও জানা যায়, মানুষের বিপদে আপদে সবার পাশে দাঁড়ানোর অভ্যাসটি সব সময়ই আছে তার। সালেহার ভোটারদের ভাষ্যমতে বড় পরিসরে বড় প্লাটফর্ম থেকে জনসেবা করার সুযোগ করে দিতেই এলাকায় তার এই ঈর্শনীয় জনপ্রিয়তার জোয়ার।