সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৪১ পূর্বাহ্ন
নোটিশঃ
বিডি ২৪ ক্রাইম সাথে থাকুন। আপডেট খবর পড়ুন

কালীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ

রির্পোটারের নাম / ১৮০ বার প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
আপডেট সময় :: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ৩:১০ অপরাহ্ণ

এস,আর শরিফুল ইসলাম রতন,লালমনিরহাট

করোনা মহামারির কারণে বাতিল হওয়া ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের টাকা ফেরত দেওয়ার নির্দেশনা থাকলেও সেই টাকা ফেরত না দিয়ে টালবাহানা করার অভিযোগ উঠেছে শামসুদ্দিন কমর উদ্দিন কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে।

এ ঘটনায় গত রবিবার( ৪ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার বরাবর ওই অধ্যক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ শিক্ষার্থীরা।

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, ২০২০ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ছাত্র-ছাত্রীরা ফরম পুরণ করেন কিন্তু বিশ্বজুড়ে করোনা মহামারীর কারণে পরীক্ষা বাতিল করে অটো পাশ দেয় এবং পরীক্ষার্থীদের ফরম পূরণের টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।

সে মোতাবেক শামসুদ্দিন কমর উদ্দিন কলেজের ২০২০ সালের ১৮০ জন পরীক্ষার্থীর ফরম পুরণের টাকা ফেরত দেয়ার নির্দেশনা দিলেও অধ্যক্ষ আবু বকর সিদ্দিক আজও পরীক্ষার্থীদের টাকা ফেরত দেননি।

শিক্ষার্থীরা টাকা ফেরতের জন্য অধ্যক্ষের নিকট একাধিকবার গেলেও তিনি সময়ক্ষেপণ করতে থাকেন। এমন পরিস্থিতে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর অধ্যক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মান্নান জানান, অভিযোগ পেয়েছি। দ্রুত শিক্ষার্থীরা যেন টাকা ফেরত পায় সেই বিষয়ে ব্যবস্থা নেয়া হবে ।

এ ব্যাপারে অধ্যক্ষ আবু বকর সিদ্দিকের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেন নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত লিখুন
Theme Created By ThemesDealer.Com