শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ন

কালীগঞ্জে বৃষ্টির মধ্যেই সড়কে কার্পেটিং

Reporter Name / ১৯১ Time View প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
Update : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ২:১২ অপরাহ্ণ

এস,আর শরিফুল ইসলাম রতন,লালমনিরহাট

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইশোরকুলে একটি রাস্তার কাজে নানা অনিয়ম চলছে বলে অভিযোগ এসেছে সরেজমিনে গিয়ে

জানা গেছে ঠিকাদার ও ইন্জিনিয়ারের যোগসাজশে বৃষ্টির মধ্যে নিম্ন মানের সামগ্রী দিয়ে কাজ করেছেন বলে জানাযায়।

লোক দেখানো রাস্তা সংস্কার করে কি লাভ? হয়তো এসব করে আইওয়াশ করা যাবে কিন্তু মানুষের কোনো লাভ হবে না। কারণ বৃষ্টির পানিতে চলছে রাস্তা মেরামতের কাজ! পানিতেই ঢালছে নিম্নমানের বিটুমিন। এটি কতটুকু কার্যকর হবে তা সাধারণ মানুষের প্রশ্ন।

কার্পেটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে মুষলধারা বৃষ্টির মধ্যে। বৃষ্টি ও কাদার মধ্যে কাজ করার কারণে এই সড়ক কতদিন টিকবে তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

এমন খবর ছড়িয়ে পড়লে তুনমূলে সমালোচনাে সৃষ্টি হয়। কাজের মান নিয়েও প্রশ্ন তুলেন স্থানীয়রা।

নির্মাণাধীন সড়কে মাটিযুক্ত ও অপরিষ্কার, গাছের পাতা, ডাল রাস্তায় পড়ে আছে তার উপর রাস্তায় কাপেটিংয়ের কাজ!ঃ উক্ত কাজে নিম্মমানের বিটুমিন, ময়লাযুক্ত বুজুরি ও অপরিষ্কার পাথরের সংমিশ্রণে রাস্তার কার্পেটিং করা হয়েছে। পাশে উপজেলা এলজিইডির অফিস সহায়ক দাঁড়িয়ে থাকলেও কোন প্রতিবাদ করতে দেখা যায়নি।

এ বিষয়ে উপজেলা ইন্জিনিয়ারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অফিসে শনিবার যেতে বলেন অথচ শনিবার হচ্ছে সরকার ঘোষিত সরকারি ছুটির দিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com