মুশফিকুর রহমান, কিশোরগঞ্জঃ বেশ কিছু দিন থেকে কিশোরগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকের সামনে ঔষধ কোম্পানীগুলোতে কর্মরতের ব্যবহৃতসহ অন্যান্যদের গাড়ি-মোটরসাইকেল রাস্তার পাশে অপরিকল্পিতভাবে রাখার ফলে প্রায়শই তৈরী হচ্ছে দীর্ঘ যানজট। একদিকে শহরের অপ্রশস্ত রাস্তা-ঘাট অন্য দিকে পর্যাপ্ত গাড়ি এবং তুলনামূলকভাবে নাজুক ট্রাফিক ব্যাবস্থাপনার কারণেই মূলত এমনটা হয়ে থাকে। এতে করে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হয় সর্বসাধারণকে। শহরজুড়ে গড়ে ওঠা অধিকাংশ ক্লিনিকগুলোরই নেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। ফলে এমন পরিস্থিতিতে প্রতিনিয়ত পড়তে হচ্ছে পথচারীদের।
স্থানীয়রা মনে করেন, এমন পরিস্থিতি থেকে শহরবাসীকে মুক্ত করতে জেলার ট্রাফিক ব্যবস্থা আরো উন্নত করার পাশাপাশি জেলা প্রশাসন ও পৌর-মেয়রকে সমন্বিতভাবে আরো গুরুত্বের সাথে দায়িত্ব নিতে হবে। তাদের সমন্বিত সঠিক উদ্যোগই পারে এমন অবস্থার খানিকটা অবসান ঘটাতে।