নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে কিশোরগঞ্জে ‘ঐতিহাসিক ৭ই মার্চ’ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার (০৭ মার্চ) সকালে জেলা শহরের খরমপট্টিস্থ জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম।
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারাসহ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
এরপর কিশোরগঞ্জ পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদের নেতৃত্বে জেলা পুলিশের কর্মকর্তারা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল ও দপ্তর সম্পাদক আহমেদ উল্লাহ এর নেতৃত্বে জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
বঙ্গবন্ধুর ম্যুরালে পর্যায়ক্রমে সরকারি ও বেসরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন।