নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ সদর উপজেলায় ইউনিয়ন পরিষদের জরাজীর্ণ ভবনের ছাদ ধসে নারী ইউপি সদস্য রেখা আক্তারসহ দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার (০৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার ২ নং লতিবাবাদ ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে।
আহত রেখা আক্তার ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য। এছাড়া আহত অন্যজন হলেন-ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা রুহুল আমিন।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার (০৮ মার্চ) উপজেলার ২ নং লতিবাবাদ ইউনিয়ন পরিষদে গিয়ে কাজ করছিলেন ইউপি সদস্য রেখা আক্তার ও উদ্যোক্তা রুহুল আমিন। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ ইউনিয়ন পরিষদের জরাজীর্ণ ভবনের ছাদের একাংশ ধসে পড়ে। এতে রেখা আক্তার ও রহুল আমিন আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এছাড়াও এ ঘটনায় ইউনিয়ন পরিষদের কম্পিউটার, ল্যাপটপ ও অন্যান্য জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ প্রসঙ্গে স্থানীয় লতিবাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, ইউনিয়ন পরিষদের ভবনটি পুরনো ও জরাজীর্ণ। হঠাৎ ভবনের ছাদের কিছু অংশ ধসে দুজন আহত হয়েছেন। এতে ইউনিয়ন পরিষদের কম্পিউটার, ল্যাপটপ ও অন্যান্য জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।