নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার (০২ জানুয়ারি) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়।
এদিন সকালে ‘মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’ এই প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জ সরকারি শিশু পরিবার (বালিকা) মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. কামরুজ্জামান খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ফারজানা খানম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, জেল সুপার বজলুর রশীদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শহীদুল্লাহ, সহকারী পরিচালক শাহনাজ পারভীন, শহর সমাজসেবা অফিসার মো. সিদ্দিকুর রহমান, হাসপাতাল সমাজসেবা অফিসার জুবায়ের ইসলাম প্রমুখ।
আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন কিশোরগঞ্জ সরকারি শিশু পরিবার (বালিক) এর উপ-তত্ত্বাবধায়ক তাসফিয়া তানজিম স্নিগ্ধা।
আলোচনা সভা শেষে ২২ জন প্রতিবন্ধীর মধ্যে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সরকারি শিশু পরিবার বালিকার শিল্পীরাসহ স্থানীয় শিল্পীরা নৃত্য ও গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা- কর্মচারীসহ জেলার বিভিন্ন উপজেলা হতে আগত স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা।