নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (০৬ এপ্রিল) র্যালি, আলোচনা সভা ও গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতার আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিস।
এদিন সকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এরপর র্যালিতে অংশ নেওয়া বালক, বালিকা ও কর্মকর্তাদের নিয়ে গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতা শেষে ‘সবাই মিলে খেলা করি, মাদক মুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার তুলে দেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. সাইফুল হক মোল্লা দুলু, জেলা ক্রীড়া অফিসার আল-আমিন সবুজসহ জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠক, কর্মকর্তাসহ রেফরিজ ও আম্পায়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা।
জেলার ক্রিকেট, ফুটবল, হকি, কাবাডি, অ্যাথলেটিক্স, ভারোত্তোলনসহ বিভিন্ন খেলার বালক এবং বালিকারা অনুষ্ঠানে অংশ নেন।