নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে নানা আয়োজনে ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২২ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার (০২ এপ্রিল) র্যালি ও আলোচনা সভার আয়োজন করে কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়।
এদিন সকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি শিশু পরিবার (বালিকা) প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে সরকারি শিশু পরিবার (বালিকা) প্রাঙ্গণে ‘এমন বিশ্ব গড়ি অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি’ এই প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শহীদুল্লাহ, কটিয়াদী উপজেলা সমাজসেবা অফিসার মাঈনুল ইসলাম মনির, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী, উত্তোরণ সমাজ সেবার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলা উদ্দিন, সরকারি শিশু পরিবার (বালিকা) এর উপ-তত্ত্বাবধায়ক তাসফিয়া তানজিম স্নিগ্ধা, মাদক বিরোধী সংগঠক ইবনে আব্দুল্লাহ শহজাহান প্রমুখ।
পরে প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের উদ্যোগে মানিক মিয়া নামের এক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়।
শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।