নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানী লিমিটেড এর উৎপাদিত গো-খাদ্যের ভুসিতে ভেজাল মিশ্রণের অপরাধে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
গত মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদর বাজারে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।
এসময় উপস্থিত ছিলেন-জেলা পুলিশের একটি তদারকি টিম।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, গত মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় বসুন্ধরার ভুসিতে ভেজাল মিশ্রণের প্রমাণ পাওয়ায় জয় কালী স্টোরকে ৫০ হাজার টাকা ও অনুপম ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে গত সোমবার (০৭ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ জেলা শহরের বড় বাজারে অভিযান চালিয়ে একই অভিযোগে চাঁদ ট্রেডার্সকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
নকল ভেজাল প্রতিরোধে জনস্বার্থে এই ধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।