নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে বেদে এবং হিজড়া সম্প্রদায়ের লোকজনের মধ্যে ঈদ উপহার হিসেবে বস্ত্র ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৩০ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার খিলপাড়া নতুন জেলখানা মোড় এলাকায় এসব বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আলী সিদ্দিকী, কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ, কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান হলুদ প্রমুখ।
অনুষ্ঠানে বেদে এবং হিজড়া সম্প্রদায়ের লোকজনের হাতে ঈদ উপহার হিসেবে বস্ত্র ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী তুলে দেওয়া হয়। এসময় ঈদের আগে এসব উপহার সামগ্রী পেয়ে খুশি হয়েছেন তারা।