মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৯:১৬ অপরাহ্ন

কিশোরগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

Reporter Name / ৭১ Time View প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
Update : বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৯:২৮ অপরাহ্ণ

নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বুধবার (৩০ মার্চ) বিকেলে তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার শোলমারা এলাকায় নির্মাণাধীন শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের নির্মাণকাজ পরিদর্শনে যান এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) প্রতিমন্ত্রী মো. জুনায়েদ আহমেদ পলক, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ প্রমুখসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সেখানে চারটি বৃক্ষের চারা রোপণ করেন রাষ্ট্রপতি।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে মিঠামইন থেকে হেলিকপ্টারে কিশোরগঞ্জ সদর উপজেলায় পোঁছার পর সার্কিট হাউজে রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার প্রদান করা হয়।
এরও আগে, মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মোনাজাতে রাষ্ট্রপতির বাবা-মা এবং নিকটাত্মীয়দের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ডা. এনামুর রহমান, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক ও রাষ্ট্রপতির ছোট ভাই অধ্যক্ষ মো. আবদুল হকসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
সন্ধ্যা ৭টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের নির্মাণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় যোগদান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাত্রিযাপন শেষে পরের দিন ৩১ মার্চ দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।
২৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত পাঁচ দিনের সফরে কিশোরগঞ্জ এসেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি কিশোরগঞ্জ সদরসহ হাওরের মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলা সফর করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com