নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৩ দিন ব্যাপি ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলা শুরু হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (০৩ মার্চ) সমবায় কমিউনিটি সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ছড়া উৎসব পরিচালনা পর্ষদের আহবায়ক আহমেদ উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল ইসলাম সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, ছড়াকার ও শিশু সাহিত্যিক আনজীর লিটন, কবি ফাতেমা হক।
কবি আবুল এহসান অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছড়া উৎসব পরিচালনা পর্ষদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেম।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অতিথিরা উপস্থিত ছিলেন।
৩ দিন ব্যাপি এ ছড়া উৎসবে পার্শ্ববর্তী ভারতসহ বিভিন্ন দেশ থেকে ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছড়াকার, কবি, সাহিত্যিকরা অংশ নিচ্ছেন।