রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৫:৩৫ অপরাহ্ন
নোটিশঃ
বিডি ২৪ ক্রাইম সাথে থাকুন। আপডেট খবর পড়ুন

কিশোরগঞ্জ জেলা পরিষদের ৩১ টি অক্সিজেন গ্যাস সিলিন্ডার বিতরণ

রির্পোটারের নাম / ৬১ বার প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
আপডেট সময় :: বুধবার, ২ মার্চ, ২০২২, ৯:৫৬ অপরাহ্ণ

মুশফিকুর রহমান ঃ বুধবার (২ মার্চ) কিশোরগঞ্জ জেলা পরিষদ কর্তৃক বিভিন্ন হাসপাতালে ৩১ টি অক্সিজেন গ্যাস সিলিন্ডার বিতরণ করা হয়। ২০২১-২২ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় “জেলা পরিষদ উন্নয়ন সহায়তা” (এডিপি) খাতের অধীনে কোভিড -১৯ মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ক্রয়ের বরাদ্দকৃত ২-য় কিস্তি বাবদ ১৬,৫০,০০০ টাকায় লিনডে বাংলাদেশ ব্র্যান্ডের ১০.৬০ এম ও ২০০+ প্রেসারের ৩১ টি অক্সিজেন গ্যাস সিলিন্ডার বিতরণ করা হয়। এরমধ্যে ভৈরব উপজেলার স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ বুলবুল আহমেদ গ্রহন করেন ৬ টি, বাজিতপুরের ডাঃ সিনথিয়া তাসমিন ৬ টি, নিকলী স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার পক্ষে স্টোরকিপার মোঃ আবুল হাশেম ৬ টি করে সিলিন্ডার গ্রহন করেন। এছাড়া শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ১৩ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হলেও তারা তা গ্রহন করেননি বলে জানা যায়।
কারণ হিসেবে তারা জানায়, এগুলো ব্যবহার করার মতো উপযোগিতা তাদের নেই।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহম্মদ আবদুল্লাহ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভৈরবের উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ বুলবুল আহমেদ, বাজিতপুরের ডাঃ সিনথিয়া তাসমিন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ আবুল খায়ের শিকদারসহ জেলা পরিষদ ও অন্যান্য প্রতিষ্ঠানের কর্মচারী এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য, সিইও আবদুল্লাহ জানান, করোনাকালীন সময়ে তারা বিপুল পরিমাণ মাস্কসহ সুরক্ষা সামগ্রী বিতরন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত লিখুন
Theme Created By ThemesDealer.Com