মহিউদ্দিন সরকারঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন বুধবার (৩০মার্চ) সুষ্ঠ ও শান্তি পূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৩ জন সভাপতি,৩ জন সাধারণ সম্পাদক ও ২ জন সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়ে ছিলেন। সকাল ৮টা থেকে শুরু হয়ে কোন বিরতি ছাড়াই বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহন চলে।উক্ত নির্বাচনে সভাপতি পদে শফিকুর রহমান নির্বাচিত হন।সাধারণ সম্পাদক পদে মোঃ জামিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে আনোয়ারুল ইসলাম সোহেল নির্বাচিত হয়েছেন।
প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনকে ঘিরে কেন্দুয়া উপজেলায় আনন্দ ঘন অবস্থা বিরাজ করছিল। ভোটারা উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উক্ত নির্বাচনে উপজেলার সকল দলের প্রার্থী অংশ নেওয়ায় নির্বাচনে সকল দলের সকলস্থরের নেতাকর্মীদের মাঠে থাকতে দেখা যায়।