এনামুল হক ছোটনঃ
ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা সার্বিক দিকনির্দেশনায় ময়মনসিংহ নগরী সহ সদর উপজেলা আইনশৃঙ্খলা ও মাদক, জুয়া এবং চুরি- ছিনতাই সহ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) শাহ কামাল আকন্দ নির্দেশনায় থানা পুলিশ অভিযান চালিয়ে মবিল চুরির মূল আসামীকে গ্রেফতার ও চোরাই মাল উদ্ধার করেন।
কোতোয়ালী মডেল থানার মামলা নং-৮৩, তারিখ-২১/০৮/২০২২ ইং, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড এর মামলার চোরাই হওয়া আলামত মবিল এর মধ্য গতকাল রাত্রে গাজীপুর সহ ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত চুরির মূল চোর মোঃ আসাদুল ইসলাম (২৫), পিতা-মোঃ আজিজুল ইসলাম, সাং-কেওয়াটখালী মরাখোলা পাওয়ার হাউজ রোড, থানা-
কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, বর্তমান সাং-কালার স্কয়ার মাস্টারবাড়ী (জনৈক ফেরদৌস এর বাসার ভাড়াটিয়া), থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানার এসআই(নিঃ)নিরুপম নাগ, এসআই(নিঃ) শাহ মিনহাজ উদ্দিন নেতৃত্বে একটি টিম আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তাহার নিকট হতে চোরাই হওয়া আলামতের মধ্যে ২৫৭.৮ লিটার মবিল উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, এই মামলায় পূর্বে আরো ০২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের নিকট হতেও মবিল উদ্ধার করা হয়েছে।