স্টাফ রিপোর্টার : শ্রী রামকৃষ্ণদেবের ১৮৭তম জন্মতিথি ও বার্ষিক উৎসব উপলক্ষে ময়মনসিংহে রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে ধর্ম ও বিশ্ব শান্তি বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ মার্চ) সন্ধায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন মিশনের অধ্য স্বামী ভক্তিপ্রদানন্দজী মহারাজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (র্যাব-১৪) শ্রী মৃণাল কান্তি সাহা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ কৌশিক মল্লিক, বীর মুক্তিযোদ্ধা নিপেশ চন্দ্র সরকার। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন রামকৃষ্ণ আশ্রমের স্বামী কল্যাণদানন্দ মহারাজ। স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সরকারি কলপজের সহকারী অধ্যাপক শ্রী শ্যামল চন্দ্র দত্ত। ধন্যবাদ জ্ঞাপন করেন দ্যা ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স এর ভাইস চেয়ারম্যান প্রকৌশলী শিবেন্দ্র নারায়ণ গোপ। শুভেচ্ছা বক্তব্য রাখেন রামকৃষ্ণ আশ্রমের স্বামী কল্যাণদানন্দ মহারাজ। সভা শেষে স্থানীয় বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় ভক্তিগীতি অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে মঙ্গলারতি প্রার্থনা, বেদমন্ত্র, গীতাপাঠ ও ভজন, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলে বিশেষ পূজা ও পুস্পঞ্জলি অনুষ্ঠিত হয়।
দুপুরে বিশ্ব শান্তিতে শ্রীরামকৃষ্ণের ভাবধারা বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিা বোর্ডের সচিব শ্রী কিরিট কুমার দত্ত। মিশনের অধ্য স্বামী ভক্তিপ্রদানন্দজী মহারাজ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের বোর্ড সেক্রেটারিয়েট ডিপার্টমেন্ট এর সেক্রেটারি শ্রী অশোক কুমার সাহা, রামকৃষ্ণ অনুরাগী ভক্ত শ্রী কৌশিক মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন মিশনের স্বামী হরিগুণানন্দ মহারাজ। পরে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। বিকেলে শিশু-কিশোরদের অংশ গ্রহণে বিচিত্রানুষ্ঠান পরিবেশিত হয়।
বক্তাগণ বলেন, সমাজের বিশৃঙ্খলা দূর করে সুন্দর সমাজ বির্ণিমানে যুগে যুগে আবির্ভুত হয়েছিল রামকৃষ্ণ দেবের মত মহাপুরুষদের। কোন ধর্মেই হীন কর্মকান্ডকে সমর্থন করে না। প্রত্যেকটি ধর্মেরই শিক্ষা হল মানুষের পাশে থাকা এবং সেবা করা। ঈশ্বরের প্রতি বিশুদ্ধ ভালোবাসাই হলো অত্যন্ত গুরুত্বপূর্ন বিষয়। আমরা সৃষ্টিকর্তার দেখানো পথে চলব। যারা ধর্মের দোহাই দিয়ে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে, ভুল পথে পরিচালিত করে তাদেরকে সুপথে ফিরিয়ে আনব। সুন্দর সমাজ বির্নিমানে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।