জাহিদুর রহমান আকাশ :
‘আমি সর্বদা লেখা-পড়ায় মনোযোগী থাকবো গুরুজনদের শ্রদ্ধা করবো’স্লোগানকে সামনে রেখে কোম্পানীগঞ্জে দুর্নীতি দমন কমিশনের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সোমবার সকালে উপজেলার আবু নাছের পৌর উচ্চ বিদ্যালয়ের সততা সংঘের সদস্যের মাঝে দুদক কর্তৃক প্রাপ্ত শিক্ষা সামগ্রী বিতরণ করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি।
এসময় উপস্থিত ছিলেন,দুর্নীতি প্রতিরোধ কমিটি কোম্পানীগঞ্জ শাখার সভাপতি ও আবু নাছের পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন বিএসসি,সাধারন সম্পাদক তাজ উদ্দিন শাহীন ,দুপ্রক পরিবার সদস্য আবদুল মতিন, মোহাম্মদ সোহেল ,ইবরাহিম সিরাজী ও নুর উদ্দিন মুরাদ প্রমূখ।
এসময় শিক্ষার্থীর মাঝে দুদকের দেয়া স্কুল ব্যাগ,ছাতা ,খাতা,কলম, স্কেলসহ অন্যান্য শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষায় মনোযোগী হতে, গুরুজনদের শ্রদ্ধা করতে নির্দেশনা দিয়ে নিজে কোন অন্যায় ও খারাপ কাজ না করা,কোন অন্যায় ও খারাপ কাজকে প্রশ্রয় না দিয়ে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে সাহায্য করতে বলেন দুপ্রকের নেতৃবৃন্দ।