শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-
খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২২ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি সুচনা হয়।শোভাযাত্রা শেষে নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে এবং সাংবাদিক আঃ আজিজের পরিচালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সমাজ সেবা অফিসার সরদার আলী আহসান, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা,রেড ক্রিসেন্ট সোসাইটির উপজেলা কর্মকর্তা শাহদৎ হোসেন রানা।সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উপ-সহকারী মোঃ সাইফুর রহমান।সভায় বক্তব্য রাখেন সাংবাদিক স্নেহেন্দু বিকাশ,প্রভাষক বজলুর রহমান,উপজেলা সিপিপি’র টিম লিডারদের মধ্যে কবির উদ্দিন, দীপঙ্কর মন্ডল,জুলি শেখ, মুক্ত অধিকারী, রথীন মন্ডল, রাসেদুজ্জামান রাসেল,অনামিকা ঘোষ,নয়ন বিশ্বাস,ত্রান শাখার আজিজুল ইসলাম,মারুক বিল্লাহ,সবুর খাঁন,সুজয় মিস্ত্রী,সুমন আল মামুন প্রমূখ।