রঞ্জন মজুমদার শিবু : তৃণমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষে ২০২১-২২ ইং সালের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিস আয়োজিত অনূর্ধ্ব-১৬ বছরের বালিকাদের চুড়ান্ত কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উক্ত চুড়ান্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে নাসিরাবাদ কলেজিয়েট স্কুল এবং মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়। এতে ২৬-২৫ পয়েন্টে নাসিরাবাদ কলেজিয়েট স্কুল জয় লাভ করে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম সচিব) মোহাম্মদ আনোয়ার হোসেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার কাবাডি প্রতিযোগিতার এমন সুন্দর আয়োজনের জন্য জেলা ক্রীড়া অফিসকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলাধূলার গুরুত্ব অপরিহার্য ব্যক্ত করেন এবং খেলাধূলার সার্বিক প্রসারের আহ্বান জানান। তিনি বলেন, কাবাডি বাংলাদেশ এবং ভারতের জাতীয় খেলা। ভারত বর্তমানে এই খেলায় জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি লাভ করেছে। কিন্তু বাংলাদেশ এখনও পিছিয়ে। তাই এই খেলার প্রতি আমাদের নজর দিতে হবে। খেলাধুলার চর্চা বেশী হলে অপরাধ প্রবনতা কমে আসবে।
সোমবার (১৭ জানুয়ারী) বিকেলে ময়মনসিংহে সার্কিট হাউস মাঠে কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার আরো বলেন, নতুন প্রজন্মের শিার্থীদের খেলাধুলায় সম্পৃক্ততা বাড়াতে হবে। খেলাধুলার সহযোগিতায় বিভাগীয় কমিশনার কার্যালয় পাশে থাকবে। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে বেশী পরিচিতি লাভ করা যায়। তাই খেলাধুলার মান বাড়াতে হবে এবং বেশী বেশী প্রতিযোগিতার আয়োজন করতে হবে। তবেই এখান থেকে ভালো খেলোয়াড় তৈরী হবে। খেলাধুলার এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে আবার গ্রাম বাংলায় এর বিস্তার ছড়িয়ে পড়বে।
ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আবদুল বারীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মেহেদী জামান প্রমুখ।
এসময় নাসিরাবাদ কলেজিয়েট স্কুলের প্রধান শিক মো: আনোয়ার হোসেন, মহিলা সমিতি উদয়ন উচ্চ ব্যিালয়ের প্রধান শিক শামছুন নাহারসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিা প্রতিষ্ঠানের শিক শিার্থী ও ক্রীড়া প্রেমি দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি বৃন্দ খেলাধূলার তাৎপর্য তুলে ধরে গুরত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং মেয়েদের পাশাপাশি ছেলেদেরও কাবাডি প্রতিযোগিতা আয়োজনের জন্য জেলা ক্রীড়া অফিসকে আহ্বান জানান।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দদের সাথে নিয়ে প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্সআপদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সবশেষ সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।